মিষ্টি জাতীয় খাবার খেয়েও কমবে ওজন! শুধু সময়টা জেনে নিন !
মিষ্টি জাতীয় খাবার |
|
আমাদের ডায়েটের সবচেয়ে বড় দুশমন হল মিষ্টি। রোগা
হতে
চাইলে
তাই
খাদ্যতালিকা থেকে
মিষ্টি
একেবারে বাদ
দিতে
হবে,
এতো
জানা
কথা।
কিন্তু এই নিয়ম
মানতে
গিয়ে
যারা
মিষ্টি
খেতে
খুবই
ভালোবাসেন, তাঁদের
বড়ই
কষ্ট
হয়।
অন্তত
একটা
মিষ্টি
না
খেলে
যাঁদের
দিন
চলে
না,
তাঁদের
সমস্যার সমাধান
হয়তো
এবার
হতে
পারে।
হ্যাঁ, মিষ্টি খেয়েও
ডায়েট
করা
সম্ভব
বৈকি।
এই
বিশেষ
ধরনের
ডায়েট
প্ল্যানের নাম
বিশেষজ্ঞরা দিয়েছেন এগ
অ্যান্ড ডেসার্ট ডায়েট।
এই
ডায়েটের মূল
উদ্দেশ্য শুধু ওজন কমানো নয়,
বরং
অকারণ
খাওয়ার
ইচ্ছেটাকে নিয়ন্ত্রণ করা।
এর ফলে বেশ
কিছুদিন পরে
গিয়ে
উপকার
পাওয়া
যায়।
এই ডায়েট প্ল্যানে বিশেষজ্ঞরা ব্রেকফাস্টেই
মিষ্টি
খেতে
বলছেন।
সকালে
কোনও
প্রোটিন-সমৃদ্ধ
ডেসার্ট খেলে
সারাদিনের খাই
খাই
ভাব
অনেকটা
নিয়ন্ত্রণে থাকে
বলে
জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
দুই দলের ওপর
এই ডায়েট প্ল্যানের পরীক্ষা চালানো হয়। একদলকে স্বাভাবিক লো
কার্বস
ব্রেকফাস্ট দেওয়া
হয়।
অন্য
দলকে
শুধু
একটা
মিষ্টি
অতিরিক্ত দেওয়া
হয়।
আট
মাস
পর
দেখা
যায়
দুই
দলই
ওজন
কমাতে
সক্ষম
হয়েছে।
কিন্তু প্রথম দল
পরের
চার
মাসে
সেভাবে
আর
ওজন কমাতে পারেনি। তুলনায় বেশি
ওজন
কমিয়েছে মিষ্টি
খাওয়া
দলই।
এই
সমীক্ষা থেকেই
মনে
করা
হচ্ছে
যে
ব্রেকফাস্টে ডেসার্ট খেলে
তাতে
ভবিষ্যতে উপকার
পাওয়া
যাবে।
Comments
Post a Comment